শান্তি রায়চৌধুরী: করোনার ভয়াবহতার কারণে রাজ্যের বিভিন্ন জেলায় দোকান বাজার আংশিকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে । সেরকমই করোনা পরিস্থিতিতে হাওড়ার বিখ্যাত মঙ্গলাহাট বন্ধ করে দেওয়া হয়েছিল কিছুদিন আগে। কিন্তু মঙ্গলাহাটের ব্যবসায়ীরা ব্যাপক আন্দোলন শুরু করেন। এমনকি রাস্তা আটকে দেওয়া হয় প্রতিবাদে।

এই অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে মঙ্গলাহাট খুলে দেওয়া হলো বলে জানা গিয়েছে। এবার থেকে রবিবার, সোমবার এবং মঙ্গলবার হাওড়া ময়দান চত্বরে আবার আগের মতোই মঙ্গলাহাট বসতে দেখা যাবে।

কার্যত বিশেষজ্ঞরা মনে করছেন, মঙ্গলাহাট বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা যেভাবে ক্ষোভ প্রকাশ করছিলেন, তা দেখেই প্রশাসন নড়েচড়ে বসে। এবং অবশেষে মঙ্গলাহাট খুলে দেওয়া হল। খুব স্বাভাবিকভাবেই প্রশাসনের এই সিদ্ধান্ত এবার ব্যবসায়ীদের মুখে হাসি ফোটাবে ঠিকই, কিন্তু সংক্রমণের আশংকা থেকেই গেল। এই ব্যাপারটা খুবই চিন্তায় রেখেছে হাওড়া প্রশাসনকে।

Loading