রাজ্যজুড়ে করোনার সংক্রমণ  যথেষ্ট চিন্তার কারন। এই অবস্থায় নিয়ম বিধি মানার বালাই নেই। পথে-ঘাটে দেখা যাচ্ছে প্রায় প্রত্যেকেই  অবিবেচকের মতো মাক্সহীন অবস্থায় ঘুরে বেড়াচ্ছেন। বিধি নিষেধ মানতে হবে, তার জানা সত্বেও অবিবেচকের মতো তারা ঘুরে বেড়াচ্ছেন। তাই তাঁদের আটকাতে এবার পথে নামলেন প্রমিলা বাহিনী।

কার্যত দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লকে এরকমই ছবি দেখা গিয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ১ নম্বর ব্লকের সাতমুখী বাজার, দুমকি পূর্বপাড়া, জয়রামখালি, ছোট দুমকি সহ বিভিন্ন এলাকায় এদিন প্রমিলা বাহিনী বিধি-নিষেধ মানার জন্য সাধারণ মানুষকে সচেতন করলেন।

মাস্কহীন অসচেতন মানুষ দেখলে প্রমিলা বাহিনী রীতিমত শাসনের সঙ্গে করোনা বিধি নিষেধ মেনে চলার পরামর্শ দিলেন। একইসাথে মাস্কহীনদের হাতে তুলে দেওয়া হয়েছে মাস্ক।

অন্যদিকে এলাকার স্থানীয় বাসিন্দারা প্রমিলা বাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। প্রশাসনের পাশাপাশি যেভাবে এলাকার মহিলারা এবার অসচেতন নাগরিকদের সচেতনতা ফেরাতে পথে নামলেন, তা যথেষ্ট উল্লেখযোগ্য বলেই মনে করা হচ্ছে।

Loading