শান্তি রায়চৌধুরী: অধিনায়ক থেকে কোচ- গত ১৫ বছরে যেন একটি বৃত্ত পূরণ করে ফেললেন রাহুল দ্রাবিড়। অথচ দক্ষিণ আফ্রিকায় তার দলের হারের পরিসংখ্যানটা তিনি বদলাতে পারলেন না। অধিনায়ক হিসেবেও নন, কোচ হিসেবেও নন।

শুক্রবার (১৪ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার মাটিতে আরও একটি টেস্ট সিরিজে হারলো ভারত। প্রথম টেস্টে জিতে ১-০ এগিয়ে যাওয়ার পরেও, প্রোটিয়াদের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজ বিরাট কোহলির টিম ইন্ডিয়াকে হারতে হল ১-২-এ। এবার ভারতের কোচ ছিলেন রাহুল দ্রাবিড়।

আর ১৫ বছর আগেও ভারত দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধেই ১-০ টেস্ট সিরিজে এগিয়ে যাওয়ার পরেও ১-২ সিরিজটি হারতে হয়েছিল ভারতকে। সেবার আবার ভারতের অধিনায়ক ছিলেন রাহুল দ্রাবিড়। গত ১৫ বছরে রাহুল দ্রাবিড়ের পদ বদলে গেলেও দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের বিরুদ্ধে সিরিজে হারের পরিসংখ্যানটা কিন্তু একই রয়ে গেল।

Loading