নিজস্ব প্রতিনিধি – নাগাল্যান্ডের ঘটনার জেরে ভারতে নতুন করে সশস্ত্র বাহিনীর বিশেষ অধিকার আইন (আফস্পা) প্রত্যাহারের দাবি উঠেছে। এরই মধ্যে নাগাল্যান্ড ও মেঘালয় সরকার আফস্পা প্রত্যাহারের দাবি তুলেছে। পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সমর্থন করেছে আফস্পা বাতিলের দাবিকে।

কেন্দ্রীয় সরকার অবশ্য আফস্পা প্রত্যাহার নিয়ে এখনো নীরব। প্রধান বিরোধী দল কংগ্রেস নাগাল্যান্ডের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করলেও আফস্পা নিয়ে নীরব রয়েছে। তবে উত্তর পূর্ব ভারতের বেশির ভাগ আঞ্চলিক দল সেনাবাহিনীর এই বিশেষ ক্ষমতার বিরোধী। তাঁদের মতে, আফস্পা গণতন্ত্র এবং মানবসভ্যতার বিরোধী সাম্রাজ্যবাদী আইন।

জঙ্গিবাদী কার্যকলাপ রুখতে সামরিক ও আধাসামরিক বাহিনীর হাতে বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে আফস্পায়। এই আইন বলে স্থানীয় পুলিশ বা প্রশাসন সঙ্গে না নিয়েও সরকার ঘোষিত এলাকায় সশস্ত্রবাহিনী নিজের মর্জিমতো তল্লাশি বা অভিমান চালাতে পারে।

আত্মরক্ষার্থে অথবা সন্ত্রাসীদের গুলি করার অধিকার দেওয়া হয়েছে তাদের। স্থানীয় বিচার ব্যবস্থা থেকেও আলাদা রাখা হয়েছে বাহিনীকে। তাই উপদ্রুত এলাকায় সামরিক ও আধাসামরিক বাহিনীর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের বহু অভিযোগ উঠেছে। মেঘালয়ের শর্মিলা চানু আফস্পা বাতিলের দাবিতে অনশন করে গ্রিনিজ রেকর্ড করেন।

উল্লেখ্য, নাগাল্যান্ডে গত শনিবার জঙ্গি সন্দেহে ১৪ জন কয়লা খাদান শ্রমিককে নিরাপত্তা বাহিনী গুলি করে হত্যা করায় নতুন করে দাবি উঠেছে আইন বাতিলের। মুখ্যমন্ত্রী নেফু রিও চিঠি দিয়ে দাবি করেছেন আইন প্রত্যাহারের। রাজ্য জুড়ে আন্দোলন চলছে আইনটি বাতিলের।

 58 total views,  4 views today