নিজস্ব প্রতিনিধি: গত ১৫ ফেব্রুয়ারি প্রয়াত হলেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন কোচ রুস্তম আক্রমভ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। উজবেকিস্তানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সেদিনই উজবেকিস্তানের ন্যাশনাল অলিম্পিক কমিটির ওয়েবসাইটে তাঁর মৃত্যুর খবর জানানো হয়। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করে উজবেকিস্তানের অলিম্পিক বডি জানায়, ‘রুস্তম আক্রমভের প্রয়াণে গভীর ভাবে শোকাহত। তাঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাই।’

রুস্তমের আমলে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও উজবেকিস্তানের ফুটবলে অনেক উন্নতি হয়। তাঁর মৃত্যুর খবর শোনার পর শোকপ্রকাশ করে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনও।

Loading