শান্তি রায়চৌধুরী: দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। কমেছে মৃত্যুও। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১,২৭,৯৫২ জন। একদিনে মৃত্যু হয়েছে ১,০৫৯। সুস্থ হয়েছেন ২,৩০,৮১৪। অ্যাকটিভ কেসের সংখ্যা ১,০৩,৯২১। পজিটিভিটি রেট ৭.৯৮ শতাংশ।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪,২০,৮০,৬৬৪ জন। একদিনে মৃত্যু হয়েছে ৫,০১,১১৪। সুস্থ হয়েছেন ৪,০২,৪৭,৯০২। অ্যাকটিভ কেসের সংখ্যা ১৩,৩১,৬৪৮।
পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২০,০৩,৬৯২ জন। একদিনে মৃত্যু হয়েছে ২০,৭৫৮। সুস্থ হয়েছেন ১৯,৬২,৭২১। অ্যাকটিভ কেসের সংখ্যা ২০,২১৩।