নিজস্ব প্রতিনিধি: দেশে কিছুটা কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ১ লক্ষ ৬১ হাজার ৩৮৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল আক্রান্তের সংখ্যা ছিল ১ লক্ষ ৬৭ হাজার ৫৯।
সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৮১ হাজার ১০৯ জন। এই মুহূর্তে দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ১৬ লক্ষ ২১ হাজার ৬০৩। মোট সুস্থতার সংখ্যা ৩ কোটি ৯৫ লক্ষ ১১ হাজার ৩০৭। পজিটিভিটি রেট ৯.২৬ শতাংশ।