শান্তি রায়চৌধুরী: ৬ ফেব্রুয়ারি থেকে তিন ম্যাচের একদিনের সিরিজ শুরু হচ্ছে ভারত ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যে। সবগুলি ম্যাচই হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।

মঙ্গলবার গুজরাট ক্রিকেট সংস্থার তরফে জানানো হয়েছে, দর্শকশূন্য স্টেডিয়ামে ৩টে একদিনের ম্যাচ হবে। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। ওই রাজ্যে করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। তাই কোনওভাবেই স্টেডিয়ামে দর্শক প্রবেশের ঝুঁকি নিতে চায়নি গুজরাট ক্রিকেট সংস্থা।

 48 total views,  2 views today