শান্তি রায়চৌধুরী: ইঁদুর থেকে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে এমন সতর্কতা জারি করল হংকং প্রশাসন। জানা গিয়েছে, হ্যামস্টার নামে এক ধরনের ইঁদুর জাতীয় প্রাণীদের মধ্যে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকেই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে প্রায় ২ হাজার হ্যামস্টারকে মেরে ফেলা হয়েছে বলে খবর।

সেই সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে বহু পোষ্য বিপণী। সব জায়গায় স্যানিটাইজেশন প্রক্রিয়াও চলছে। যাতে কোনওভাবেই ওই প্রাণীদের থেকে সংক্রমণ ছড়িয়ে না পড়ে।

সম্প্রতি এক পোষ্য বিপণীর ১১টি হ্যামস্টারের শরীরে করোনা সংক্রমণের হদিস মিলেছে। তারপর থেকেই আতঙ্ক বেড়েছে। কিন্তু ১১টি প্রাণীর শরীরে সংক্রমণ ধরা পড়ায় এতগুলি নিরীহ প্রাণীকে মেরে ফেলার নির্দেশে বিতর্ক শুরু হয়েছে পশুপ্রেমীদের মধ্যে।

এক স্থানীয় পশুপ্রেমী সংস্থা বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে এক বিবৃতিতে জানিয়েছে, পশুকল্যাণের তোয়াক্কা না করেই দু’হাজার প্রাণীকে মেরে ফেলার নির্দেশ জারি করা হয়েছে।

এখনও সেভাবে কোনও প্রমাণ পাওয়া যায়নি যে ওই প্রাণীগুলির থেকে মানুষের সংক্রামিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাহলে এভাবে নির্দেশ দেওয়ার কোনও মানে হয় না। বরং পোষ্য মালিকরা যদি নিয়মিত হাত ধুয়ে নেন ও তাদের চুম্বন না করেন তাহলেই সংক্রমণ এড়ানোর একটা উপায় হতে পারে।

Loading