নিজস্ব প্রতিনিধি: শীতের বিদায় মুহূর্তে আবার তুষারপাত দার্জিলিংয়ে। রবিবার বিকেল থেকে দার্জিলিংয়ের সান্দাকফু, ফালুট এবং টাইগার হিলে তুষারপাত শুরু হয়েছে। মরশুমে বেশ কয়েকবার তুষারে ঢেকেছে ‘কুইন অফ হিলস’। এ থেকে বলা যেতেই পারে যে, প্রায় দেড় দশকের রেকর্ড ভেঙে দিল দার্জিলিংয়ের তুষারপাত। পাশাপাশি, তুষারপাত হয়েছে উত্তর এবং পূর্ব সিকিমেও।
করোনা নিয়ন্ত্রণে আসতেই রাজ্যে খুলেছে পর্যটনকেন্দ্রগুলি। কনকনে ঠান্ডা কমতেই পাহাড়ের পথে পা বাড়াচ্ছেন পর্যটকরা। এরমধ্যেই দার্জিলিংয়ের তুষারপাত যেন পর্যটকদের কাছে বাড়তি পাওনা। হঠাৎই তুষারপাত হওয়ায় খুশি তাঁরা। দার্জিলিংকে পুরোনো ছন্দে ফিরে পেয়ে উৎফুল্ল পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত সকলেই।
76 total views, 2 views today