নিজস্ব প্রতিনিধি: আজ ২০০৮এর গুজরাতের আমদাবাদে ধারাবাহিক বিস্ফোরণ মামলায় রায়দান করল বিশেষ আদালত। দোষী সাব্যস্ত ৪৯ জনের মধ্যে ৩৮ জনেরই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। বাকি ১১ জনের আজীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০০৮-এর ২৬ জুলাই একের পর এক বিস্ফোরণে কেঁপে ওঠে আমদাবাদ। ১ ঘণ্টা ১০ মিনিটের মধ্যে ২০টি জায়গায় বিস্ফোরণ ঘটে। এই ধারাবাহিক বিস্ফোরণে প্রাণ হারান ৫৬ জন। বিস্ফোরণে আহত হন ২৪০ জনের বেশি। আমদাবাদের দু’টি সরকারি হাসপাতালের সামনেও বিস্ফোরণ ঘটায় এই জঙ্গিরা।
এই ধারাবাহিক বিস্ফোরণের দায় স্বীকার করে জঙ্গি গোষ্ঠী হরকত-উল-জিহান্দ-আল-ইসলামি।