শান্তি রায়চৌধুরী: নরেন্দ্র মোদি তিন কৃষি আইন প্রত্যাহার করলেও কৃষকদের দেওয়া কোনো প্রতিশ্রুতিই পালন করেননি। উত্তর প্রদেশের ভোটের আগে এই অভিযোগ তুলে কৃষক সংগঠনগুলোর মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা বিজেপিকে ‘শাস্তি’ দেওয়ার আহ্বান জানালো।
গতকাল শুক্রবার মোর্চা নেতারা বৈঠক করে ‘মিশন উত্তর প্রদেশ’ নামক প্রচারে নামার সিদ্ধান্ত নিয়েছে, যার মূলমন্ত্র হবে, ‘কৃষকবিরোধী’ বিজেপিকে ভোট না দেওয়ার জন্য ভোটারদের কাছে আহ্বান জানানো।
রাকেশ টিকায়েত, হান্নান মোল্লা, দর্শন পালের মতো কৃষক নেতারা দিল্লিতে ঘোষণা করেছেন, তারা উত্তর প্রদেশের প্রতিটি জেলা, ব্লক ও গ্রামে গিয়ে প্রচার করে চাষিদের কাছে বিজেপিকে ‘শাস্তি’ দিয়ে হারানোর আর্জি জানাবেন। এই আর্জি জানাতে চাষিদের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য একটি আবেদনপত্রও তৈরি করা হয়েছে।