শান্তি রায়চৌধুরী: মারণ ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের হাত ধরে কার্যত রাজ্যে চলছে সংক্রমণের সুনামি। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আপদকালীন ভিত্তিতে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ তাঁর কালীঘাটের বাড়ি থেকে ভার্চুয়ালি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে যোগ দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

করোনার বাড়বাড়ন্তে ওয়ার্ক ফ্রম হোমে জোর দেওয়ার কথা বলে মুখ্যমন্ত্রী বলেছেন, ‘করোনায় আক্রান্ত ডাক্তার, নার্স, পুলিশ কমিশনার, খুব প্রয়োজন না হলে বাড়িতে থেকেই কাজ করুন, আমি প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠক কালীঘাট থেকেই করব।’

এদিন প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে ভ্যাকসিন নিয়ে আলোচনার সম্ভাবনা প্রবল।

 32 total views,  2 views today