নিজস্ব প্রতিনিধি: অ্যাপলের অপারেটিং সিস্টেম আইওএস ও গুগলের অ্যান্ড্রয়েডের বিকল্প হিসাবে মোবাইল ফোনের দেশীয় অপারেটিং সিস্টেম তৈরির পরিকল্পনা করছে ভারত।

আর এজন্য মোবাইল শিল্পগুলোর মধ্যে একটি ইকোসিস্টেম গড়ে তুলতে নীতিমালা প্রণয়নের কথা ভাবছে দেশটির সরকার। সম্প্র্রতি দেশটির ইলেক্ট্রনিকস অ্যান্ড আইটি মন্ত্রী রাজিব চন্দ্রশেখর এ কথা জানিয়েছেন।

পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে মন্ত্রী রাজিব চন্দ্রশেখর বলেন, বর্তমানে মোবাইল ফোনের অপারেটিং সিস্টেমের জগৎটি নিয়ন্ত্রণ করছে গুগলের অ্যান্ড্রয়েড এবং অ্যাপলের আইওএস। পাশাপাশি এ দুটি কোম্পানি হার্ডওয়্যারের ইকোসিস্টেমও নিয়ন্ত্রণ করছে।

তিনি আরও বলেন, ‘এখানে কোনো তৃতীয় পক্ষ নেই। তবে একটি নতুন হ্যান্ডসেট অপারেটিং সিস্টেম তৈরি করতে প্রচুর আগ্রহ রয়েছে।’ সরকার দেশীয় অপারেটিং সিস্টেম (ওএস) গড়ে তুলতে স্টার্ট আপ এবং অ্যাকাডেমিক ইকোসিস্টেমের মধ্যে সক্ষমতা খুঁজছে সরকার।

এ বিষয়টি উল্লেখ করে আইটি মন্ত্রী চন্দ্রশেখর বলেন, ‘যদি সত্যিকার অর্থে সে রকম দক্ষতা আমাদের থেকেই থাকে, তাহলে এ বিষয়টি নিয়ে কাজ করতে আমরা খুবই আগ্রহী। কারণ এর ফলে আমরা আইওএস এবং অ্যান্ড্রয়েডের বিকল্প তৈরি করতে পারব যা ভারতীয় ব্র্যান্ডকে এগিয়ে নিয়ে যাবে।’ এ লক্ষ্য ও প্রত্যাশাকে সামনে রেখে বেশিরভাগ নীতিমালা এবং নীতি পুনঃবিবেচনা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘লক্ষ্য পরিষ্কার থাকা জরুরি। একবার লক্ষ্য এবং আমাদের কি অর্জন করতে হবে তা পরিষ্কার হয়ে গেলে এর সঙ্গে সামঞ্জস্য রেখে সব ধরনের নীতিমালা ও পদক্ষেপ গ্রহণ করা হবে।’

Loading