শান্তি রায়চৌধুরী: ফিফার দেওয়া সূত্র বলছে, দলবদল করা খেলোয়াড়দের সংখ্যা বৃদ্ধি পেলেও কমেছে অর্থের পরিমাণ। গত পাঁচ বছরের মাঝে ২০২১ সালে খেলোয়াড় ক্রয়-বিক্রয়ে সবচেয়ে কম পরিমাণ অর্থের বিনিময় করেছে ফিফার অধিনে থাকা ক্লাবগুলো।
একটি পরিসংখ্যান বলছে, ২০১৯ সালের তুলনায় ২০২০ সালে খেলোয়াড় ক্রয়ে দলগুলোর ব্যয়ের পরিমাণ কমে আসে ১৩.৬ শতাংশ আর ২০২১ সালে ২০১৯ সালের তুলনায় সেটা কমে এসেছে ৩৩.৮ শতাংশ।
দলবলদ করা খেলোয়াড়ের সংখ্যার দিকে তাকালে দেখা যায়, ২০২০ সালে ১৭ হাজার ১৯০ জন ফুটবলার দলবদল করেন যেটা ২০২১ সালে বেড়ে ১৮ হাজার ৬৮ জনে পৌছেছে।
এত কিছুর মাঝেও দীর্ঘদিন শীর্ষস্থান ধরে রাখা ব্রাজিলকে টপকে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের ফুটবলারদের কেনার জন্য ২০২১ সালে সবচেয়ে বেশি ( ৬৩৪ মিলিয়ন ডলার) অর্থ ব্যয় করে ক্লাবগুলো।