নিজস্ব প্রতিনিধি – আবারো গুলির লড়াইয়ে কেঁপে উঠল ভূস্বর্গ। রবিবার জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত হয়েছেন কাশ্মীরের জইশ-ই-মহম্মদের এক কর্মী।
জানা যাচ্ছে, আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল ওই এলাকায় কাশ্মীরের জ ইশ-ই মুহাম্মদের এক কর্মী। এরপর সেনা-পুলিশের যৌথ বাহিনী এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করে।
সেই সময়ই আচমকা বাহিনীর দিকে গুলি চালাতে শুরু করে জইশ-ই-মহম্মদের কর্মীরা। পালটা গুলি চালায় বাহিনীও। শুরু হয় গুলির লড়াই। শেষ পর্যন্ত সেনার গুলিতে নিহত হন একজন।
কাশ্মীরের এক শীর্ষ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, নিহত ওই ব্যক্তির নাম সমীর আহমেদ। তিনি অবন্তিপোরায় থাকতেন।