নিজস্ব প্রতিনিধি – বুধবার দুপুরে মাঝ আকাশে হঠাৎ করেই ভেঙে পড়ে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতকে বহনকারী সর্বাধুনিক সামরিক হেলিকপ্টারটি।

গুরুতর জখম হওয়া রাওয়াতকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। সেখানেই তার মৃত্যু হয়।

ওই হেলিকপ্টারে ছিলেন বিপিন রাওয়াত তার স্ত্রী, সামরিক কর্মকর্তা ও ক্রুসহ মোট ১৪ যাত্রী। এর মধ্যে ১৩ জনেরই মৃত্যু নিশ্চিত করে ভারতীয় বিমান বাহিনী। এ ঘটনায় বেঁচে থাকা একজন এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাই টেনশন তারে ধাক্কা লেগে মাটিতে পড়ার পর আগুন লেগে যায় হেলিকপ্টারটিতে। প্রত্যক্ষদর্শীদের একাংশ দাবি করছেন, তারা আকাশেই হেলিকপ্টারটিতে আগুন লেগে যেতে দেখেছেন। এরপর জ্বলন্ত হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।

সেনা কর্মকর্তাদের একটি অংশ মনে করছেন, দুর্ঘটনার একটি বড় কারণ হয়ে থাকতে পারে দৃশ্যমানতার অভাব। কারণ দৃশ্যমানতা কম হয়ে গেলে, তা হেলিকপ্টার পাইলটের কাছে এক বিভীষিকার সমান।

Loading