নিজস্ব প্রতিনিধি – করোনা মহামারির মধ্যেই চীন থেকে এলো আরেক দুঃসংবাদ। চীনের গুয়াংডং প্রদেশ থেকে জানা গেছে সেখানে মানবদেহ থেকে পাওয়া গেছে এইচ৫এন৬ বার্ড ফ্লু ভাইরাস। প্রদেশটির হুইঝো শহরে ঘটেছে এ ঘটনা। শনিবার (১১ ডিসেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
চীনের স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ৬৮ বছর বয়সী একজন রোগী পাওয়া গেছে। বিশেষজ্ঞরা এই পর্যায়ে সংক্রমণের ঝুঁকি কম বলে মনে করেন। তারা নাগরিকদের সতর্ক থাকার এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন।
চীনে এবছর বার্ড ফ্লু আক্রান্ত রোগীর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এমনকি কয়েকজন মারাও গেছেন।
190 total views, 4 views today












