নিজস্ব প্রতিনিধি: গোয়ায় ভোটের প্রচারে যাচ্ছেন মমতা-অভিষেক। গোয়ায় ভোটের প্রচারে তৃণমূলের ৩০ তারকা। মমতা-অভিষেক ছাড়াও তালিকায় জহর সরকার। ৩০জন প্রচারকের তালিকায় যশবন্ত সিন্‍‍হা, ডেরেক। তৃণমূলের প্রচার তালিকায় লিয়েন্ডার, অ্যালভিটো, নাফিসা আলি। নির্বাচন কমিশনের কাছে প্রচারকদের তালিকা দিল তৃণমূল কংগ্রেস।

 

Loading