নিজস্ব প্রতিনিধি – করোনা সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে এলেও চিন্তা বাড়াচ্ছে ওমিক্রন। করোনার এই নতুন প্রজাতি দ্রুত দেশে ছড়িয়ে পড়ছে।

এখনও পর্যন্ত দেশে এতে আক্রান্ত হয়েছেন ৪০ জন। মহারাষ্ট্রে নতুন করে আরও ২ জনের শরীরে করোনার এই প্রজাতির হদিস মিলেছে। সোমবার মহারাষ্ট্রের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, লাতুর ও পুনেতে একজন করে মোট ২ জন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন।

স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। ইতিমধ্যেই বিদেশ ফেরত যাত্রীদের জন্য একাধিক নির্দেশিকা জারি হয়েছে। বিমানবন্দরেই লালার নমুনা সংগ্রহ চলছে। পাশাপাশি রাজ্যগুলিকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

 235 total views,  2 views today