শান্তি রায়চৌধুরী :  ভারতের গোয়ায় আইফেল টাওয়ারের চেয়েও বেশি আকর্ষণীয় এক পর্যটনকেন্দ্র গড়ে তোলা হবে বলে গতকাল সোমবার সে দেশের কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতিন গড়করি জানিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মন্ত্রী বলেন, গোয়ার জুয়ারি নদীর ওপর প্রস্তাবিত সেতুর ওপর পর্যটকদের জন্য দুটি টাওয়ার তৈরি করার পরিকল্পনা করা হয়েছে। এই টাওয়ার দুটিকে কাজে লাগিয়ে দৃশ্য দেখার জন্য একটি ভিউয়িং গ্যালারি তৈরি করা হবে। গোয়া প্রজেক্ট নামে এই প্রকল্পটি সম্পন্ন হলে তা প্যারিসের বিশ্বখ্যাত আইফেল টাওয়ারের চেয়েও বেশি পর্যটক আকর্ষণ করবে বলে দাবি করেন ভারতের কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী। তিনি আরো বলেন, সামনের বছরের সেপ্টেম্বরের মধ্যেই সেতুটি তৈরি হয়ে যাওয়ার কথা। তবে সেপ্টেম্বরের আগেই অন্তত একটি লেন খুলে দেওয়ার চেষ্টা চলছে। পর্যটনকেন্দ্রটিতে রেস্তোরাঁ, আর্ট গ্যালারি এবং চারু ও কারুপণ্য বিক্রেতাদের জন্য জায়গা থাকবে।

Loading