নিজস্ব প্রতিনিধি – আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডের মাধ্যমে মডেল জগতে পা রাখছেন সারা তেন্ডুলকর। মঙ্গলবার নিজের ইনস্টাগ্রামে প্রোমোশনাল ছবি পোস্ট করেছেন শচীন কন্যা।

সারা তেন্ডুলকরের সঙ্গে রয়েছেন বুলিউড অভিনেত্রী বনিতা সান্ধু ও ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার তানিয়া শ্রফ। তাঁদের তিনজনের একসঙ্গে একটি ভিডিও পোস্ট করেছেন সারা।

ছবি পোস্ট করার পরই প্রশংসায় ভাসছেন সারা। তাঁর মডেল জগতে পদার্পণকে সকলেই স্বাগত জানিয়েছেন।

Loading