নিজস্ব প্রতিনিধি – দেশে ক্রমশ ছড়িয়ে পড়ছে ওমিক্রন। এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৪৩১। এর মধ্যে আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি মহারাষ্ট্রে।

সেখানে ওমিক্রন আক্রান্ত ৪৫৪ জন। এরপর রয়েছে দিল্লি। রাজধানীতে আক্রান্ত ৩৫১ জন। কেরলে ১১৮ এবং গুজরাটে ১১৫ জন।

এদিকে বাড়ছে করোনা সংক্রমণও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২২,৭৭৫ জন। একদিনে মৃত্যু হয়েছে ৪০৬ জনের।

সুস্থ হয়েছেন ৮,৯৪৯ জন। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১৩,৪২০। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩,৪৮,৬১,৫৭৯। মৃত্যু হয়েছে ৪,৮১,৪৮৬ জন। সুস্থ হয়েছেন ৩,৪২,৭৫,৩১২। করোনা অ্যাকটিভ কেস রয়েছে ১,০৪,৭৮১।

Loading