শান্তি রায়চৌধুরী: আগামী ৬ ফেব্রুয়ারি থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ শুরু হওয়ার কথা। কিন্তু তার আগেই ভারতীয় ক্রিকেট শিবিরে করোনা হানা। আক্রান্ত ৩ ক্রিকেটার সূত্রের শিখর ধবন, রুতুরাজ গায়কোয়াড ও শ্রেয়স আইয়ার । তাঁরা প্রত্যেকেই আইসোলেশনে রয়েছেন এখন। সোমবারই ভারতীয় দল আমদাবাদে পৌঁছেছে ওয়ান ডে সিরিজ খেলতে। সেখানেই সবার আরটিপিসিআর টেস্ট হয়। সেই টেস্টেই রিপোর্ট পজিটিভ আসে ৩ ভারতীয় ব্যাটারের। এই মুহূর্তে বিসিসিআই পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছে। মেডিক্যাল টিম দেখছে আক্রান্তদের। পরিস্থিতি বুঝে পরিবর্ত প্লেয়ারের নাম ঘোষণা করা হবে।

Loading