নিজস্ব প্রতিনিধি – গত কয়েক বছর ধরে প্রয়াত কিংবদন্তি গায়ক, অভিনেতা, সুরকার ও নির্মাতা কিশোর কুমারের বায়োপিক নির্মাণ প্রসঙ্গে গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জন সত্যি হলো। কালজয়ী এই গায়কের ৯২ তম জন্মবার্ষিকীতে তাকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছে কিশোর কুমারের পরিবার। সিনেমাটি প্রযোজনা করবেন কিশোর কুমারের ছেলে অমিত কুমার, সুমিত কুমার ও স্ত্রী লীনা চন্দ্রভারকার। প্রযোজনার পাশাপাশি এর পরিচালনাও করবেন অমিত কুমার।

বায়োপিক নির্মাণ প্রসঙ্গে অমিত কুমার বলেন,‘বায়োপিক নির্মাণের পরিকল্পনা আমার সব সময়ই ছিল। আমার পরিবারের চেয়ে তাকে (কিশোর কুমার) কে ভালো জানেন? আমরা খুব শিগগির বাবা সম্পর্কে আমাদের পরিবারের সদস্যদের সাক্ষাৎকার নেওয়া শুরু করব।’ সিনেমার শুটিং শুরু হতে একটু দেরি হবে বলে জানান অমিত কুমার। তিনি আরো জানান, ‘চিত্রনাট্য তৈরি করতে কমপক্ষে এক বছর লাগবে। অনেক পরিশ্রমসাধ্য কাজ এবং অনেক পথ পাড়ি দিতে হবে।’কিশোর কুমারের ভূমিকায় পর্দায় কাকে দেখা যেতে পারে সে সম্পর্কে এখনো কিছু জানাননি অমিত কুমার। এর আগেও অনেকেই কিশোর কুমারের বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছিলেন। কিন্তু কোনোটিই বাস্তবায়িত হয়নি। সর্বশেষ বলিউড নির্মাতা অনুরাগ বসু কিশোর কুমারকে নিয়ে সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু আইনি জটিলতার কারণে সেটিও বন্ধ হয়ে যায়।

Loading