নিজস্ব প্রতিনিধি – ওমিক্রন নিয়ে রাজ্য সরকারকে সতর্ক করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণ রাজ্যকে বেশকিছু নির্দেশ সহ চিঠি দিয়েছেন। এনিয়ে কেন্দ্রের পরামর্শ, অবিলম্বে করোনা পরীক্ষার গতি বাড়াতে হবে। কারণ, দেখা গিয়েছে বহু রাজ্যেই হঠাৎ করোনা পরীক্ষার হার আগের চেয়ে অনেক কমে গিয়েছে। এছাড়া টিকাকরণ, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি সহ একাধিক পরামর্শ পাঠিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।
এছাড়াও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক পর্যটক সহ বিদেশ থেকে আগতদের সাম্প্রতিক অতীতের ভ্রমণ বৃত্তান্ত সংগ্রহ করার নির্দেশও রাজ্য সরকারকে দিয়েছে।