নিজস্ব প্রতিনিধি – কৃষক আন্দোলনের পুরোনো মাটিতে কৃষকদের বিভিন্ন দাবি নিয়ে তিনদিন ব্যাপী ধর্না কর্মসূচি নিয়েছে রাজ্য বিজেপি। ১৪ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত এই ধর্না চলবে।
মঙ্গলবার এই ধর্নায় উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক রাহুল সিনহা প্রমুখ।
কলকাতা পুরসভার প্রচার ছেড়ে বঙ্গ বিজেপি ফের একবার কৃষক আন্দোলন শুরু করল সিঙ্গুরের মাটিতে।
এই কর্মসূচি ঘিরে রবিবার থেকেই উত্তপ্ত হয় সিঙ্গুরের মাটি। সেদিন বিজেপির স্থানীয কর্মীরা ধর্না মঞ্চ বাঁধার কাজ করতে গেলে পুলিশের বাধার মুখে পড়তে হয় বলে অভিযোগ।
বিজেপিকে সতর্ক করা হয়েছে, যাতে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে বন্ধ করে অবস্থান না চলে। সেইসঙ্গে বলা হয়েছে, মঞ্চে ৫০ থেকে ৬০ জনের বেশি ব্যক্তি থাকা চলবে না।