শান্তি রায়চৌধুরী: কোভিডবিধি মেনে আজ অর্থাৎ সোমবার থেকে মহারাষ্ট্রে খুলল স্কুল। মহারাষ্ট্রের স্কুল শিক্ষামন্ত্রী বর্ষা গায়কোয়াড় এর আগেই জানিয়েছিলেন, এদিন থেকে কোভিড প্রোটোকল মেনে প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে। প্রাক প্রাথমিক শ্রেণির ক্লাসও শুরু হবে বলে জানিয়েছিলেন তিনি। পাশাপাশি তিনি জানান, স্কুলে শিশুদের পাঠানোর ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিরও গুরুত্ব রয়েছে। এদিন সকাল থেকে বিভিন্ন স্কুলে পড়ুয়াদের উপস্থিতি দেখা গিয়েছে। এতদিন পর স্কুলে আসতে পেরে খুশি পড়ুয়ারাও।

প্রসঙ্গত, মহারাষ্ট্রে বেড়ে চলা কোভিড এবং ওমিক্রন সংক্রমণের জেরে ৮ জানুয়ারি সরকারের তরফে স্কুল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে বলে জানানো হয়েছিল।

 28 total views,  2 views today