শান্তি রায়চৌধুরী: রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। দৈনিক আক্রান্ত ১১ হাজার পার। মৃত্যু বেড়ে ৩৮। শুধু কলকাতাতেই নয় সারা জেলা জুড়ে চলছে করোনার তান্ডব। কখনো কমছে তো কখনো বাড়ছে। এ নিয়ে চিন্তিত প্রশাসন।
এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রককে বিশেষজ্ঞ কমিটি যে পরামর্শ দিয়েছে তা অবশ্যই একটা খুশির খবর। বিশেষজ্ঞ কমিটি থেকে বলা হচ্ছে,
এবার থেকে খোলা বাজারে করোনার ভ্যাকসিন কোভিশিল্ড, কোভ্যাকসিন
ওষুধের দোকানেও মিলতে পারে। বিশেষজ্ঞ কমিটি এই সুপারিশ যদি সত্যিই বাস্তবায়িত হয় তাহলে সাধারণ মানুষের ক্ষেত্রে অনেক সুবিধা হবে। এখন দেখার বিশেষজ্ঞ কমিটির এই প্রস্তাব কতটা বাস্তবায়িত হয়।
26 total views, 2 views today