নিজস্ব প্রতিনিধি – বিশ্বব্যাপী বিস্ফোরক হারে ছড়াচ্ছে ওমিক্রন । এরই  মধ্যে সতর্ক করল ভারতের বিশেষজ্ঞরা । তাঁদের একাংশের অনুমান,  ফেব্রুয়ারিতে ভারতে করোনার তৃতীয় তরঙ্গ  দেখা যেতে পারে।

তবে এর সঙ্গে আশার বাণীও শুনিয়েছেন বিশেষজ্ঞরা। এই থার্ড ওয়েভ যদি আসে, তাহলে তা, এক মাসের মধ্যে হ্রাস পাবে। আইআইটি হায়দরাবাদের এম বিদ্যাসাগর, ন্যাশনাল কোভিড-১৯ সুপারমডেল কমিটির প্রধান বলেছেন,  ভারতে ওমিক্রনের তৃতীয় তরঙ্গ থাকবে তবে এটি দ্বিতীয় তরঙ্গের চেয়ে হালকা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারি মাস নাগাদ ওমিক্রনের বাড়বাড়ন্ত দেখা যেতে পারে স্বল্প সময়ের জন্যই।

 

 223 total views,  2 views today