শান্তি রায়চৌধুরী: এখনও আইসিইউতেই রয়েছেন লতা মঙ্গেশকর । তাঁর সুস্থতার জন্য অনুরাগীদের প্রার্থনা করতে বলেছেন চিকিৎসকরা। গত ১৮ জানুয়ারি হাসপাতালের তরফ থেকে জানানো হয়েছিল, তাঁর শারিরীক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। কিন্তু সদ্য পাওয়া খবর জানা গেল এখনও আইসিইউতেই রয়েছেন প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, এখনও আইসিইউতে রয়েছেন লতা মঙ্গেশকর। মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎস ডাঃ প্রতীক সামদানির তরফ থেকে বার্তা, ‘আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, যাতে লতা মঙ্গেশকর জী খুব তাড়াতাড়ি আরোগ্য লাভ করেন। ওনার সুস্থতা কামনায় সকলে প্রার্থনা করুন।’ এই চিকিৎসকের তত্ত্বাবধানেই রয়েছেন সঙ্গীতশিল্পী।
এদিকে, লতা মঙ্গেশকরের দ্রুত সুস্থতা কামনায় বোন আশা ভোঁসলে গায়িকার বাড়িতে বিশেষ পুজোর আয়োজন করেছেন। এক সাক্ষাৎকারে আশা ভোঁসলে জানান, ‘ওঁর বাড়িতে ভগবান শিবের বিশেষ পুজোর আয়োজন করা হয়েছে। যাতে ওঁ খুব দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য আমরা পরিবারের সদস্যরা ভগবান মহাদেবের কাছে প্রার্থনা করছি।’
কোভিডের সঙ্গে নিউমোনিয়ার সমস্যা থাকায় তাঁকে আইসিইউতে রেখে চিকিৎসা করা হচ্ছে। গায়িকার বয়সের কারণও চিকিৎসদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
লতা মঙ্গেশকরের চিকিৎসক প্রতীত সমদানী ইতিমধ্যেই জানিয়েছেন যে, গায়িকার শারীরিক অবস্থা একইরকম থাকায় তাঁকে বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে। এমনকি তাঁর কাছেও কাউকে যেতে দেওয়া হচ্ছে না। এদিকে যেহেতু দেশের মানুষ সুরসম্রাজ্ঞীর শারীরিক অবস্থার কথা জানতে চাইছে, তাই মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপ হাসপাতাল কর্তৃপক্ষকে বিশেষ আবেদন জানিয়েছেন যে, যাতে গায়িকার স্বাস্থ্যের খবর নিয়মিত জানান হয়।