শান্তি রায়চৌধুরী: করোনার ধাক্কা কাটিয়ে খুলতে চলেছে পর্যটনকেন্দ্র। মঙ্গলবার অর্থাৎ আজ ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হচ্ছে। সোমবার একথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসায় পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শুরু করে পার্ক, সুইমিং পুল, বিনোদন স্থান, প্রেক্ষাগৃহ ৭৫ শতাংশ লোক নিয়ে খোলার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি, পর্যটনকেন্দ্রও খুলতে তৎপর রাজ্য সরকার। সেজন্য এদিন সাংবাদিক বৈঠক করে করোনা বিধিনিষেধ শিথিল করার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।