শান্তি রায়চৌধুরী: এই প্রথম কোনও বঙ্গ তনয় দায়িত্ব পেলেন অক্সফোর্ডের বিজনেস স্কুলের। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সায়িদ বিজনেস স্কুলের নতুন ডিন হচ্ছেন অধ্যাপক সৌমিত্র দত্ত। আগামী ১ জুন থেকে তিনি অক্সফোর্ডে যোগ দেবেন বলে জানা গিয়েছে। অক্সফোর্ডের সঙ্গে সৌমিত্রের সম্পর্ক অবশ্য এই প্রথম নয়। এর আগে আমন্ত্রিত অধ্যাপক হিসাবে ছ’মাস এই বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন তিনি।
দিল্লির আইআইটি থেকে বিটেক, তারপর ইউনিভার্সিটি অফ ক্যালিফর্নিয়া, বার্কলে থেকে এমএস ও পিএইচডি করেন সৌমিত্র। বর্তমানে তিনি নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অফ বিজনেসে’ অধ্যাপনা করেন। ২০১৪ সালে অক্সফোর্ড থেকে পিএইচ ডি করেন।
বর্তমানে তিনি নিউ ইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের ‘কর্নেল এসসি জনসন কলেজ অফ বিজনেসে’ অধ্যাপনা করেন।
অধ্যাপক দত্তের নাম ঘোষণা করে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লুইস রিচার্ডসন বলেছেন, ‘আমরা খুবই আনন্দিত যে অধ্যাপক সৌমিত্র দত্ত সায়িদ বিজনেস স্কুলের ডিনের দায়িত্ব পালন করতে সম্মত হয়েছেন। সৌমিত্রের অভিজ্ঞতা ও জ্ঞান আমাদের প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ করবে।’