অনু কবিতা – মন ও মানুষ

কলমে – ✍️: স্বপ্না মজুমদার

 

মন ধুয়েছি অশ্রু জলে

আর ভাবি না গভীর ভাবে,বিরহ মনে

থাকুক গোপন!

মন ও মানুষ চেহারা বদল

মুখোশ পরা দেখছি আজ অজস্র মানুষ

এই সংসারে ভিড় ভীষণ!

একলা মনে করলে যাপন, আসবে একদিন

স্নিগ্ধ ভালোবাসার মুহুর্তক্ষণ।।

Loading