মানুষের পাশে মানুষের সাথে

‘ আমরা ফ্যামিলি গ্রুপ ’

 

নিজস্ব সংবাদদাতা (২৪ ঘন্টা খাসখবর) – “আমরা ফ‍্যামিলি গ্রুপ” আমাদের  কর্নধার রাজা ব‍্যানার্জী সাথে তন্বী মুহুরী এর সাথে সাথ মিলিয়ে সহযোগিতার হাত মিলিয়ে নিজেদের মধ‍্যে এবং সহৃদয় মানুষের  সহযোগিতায় ‘ আমরা ফ্যামিলি গ্রুপ ’সমাজসেবামূলক কাজ করে থাকে।

সোনালী মুখার্জী এদের মাঝেই  একজন।এবার পূজায়  বাঁকুড়া শিউলিবনিয় ১০০১ টা জামাকাপড়  উপহার দিয়েছে ‘আমরা ফ্যামিলি গ্রুপ’ ,বর্ধমানের আসানসোলে ৫০০ জনকে পূজার উপহার দিয়েছে ‘আমরা ফ্যামিলি গ্রুপ’।হাওড়ার আমতার ঝামটিয়ার বন‍্যাকবলিত এলাকায় শুকনো খাবার সাথে ১০০১জনকে জামাকাপড়  উপহার দিয়ে ওদের মুখের হাসি ফুটিয়েছে এই গ্রুপ। ২৪ ঘন্টা খাসখবরের তরফ থেকে “আমরা ফ‍্যামিলি গ্রুপ” কে জানাই আন্তরিক শুভেচ্ছা। আগামী দিনে “আমরা ফ‍্যামিলি গ্রুপ” বহু মানুষের মুখে হাসি ফোটাতে সক্ষম হবে এটাই আমাদের আশা।

 

Loading