সন্দেশখালি

✍️ সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

বলতে পারেন ও দাদা ভাই

তার বাড়িটা কোথায়?

খবরের পাতা শির ঠুকে যে

করছে হায় হায়।

তিনি নাকি মস্ত মানুষ

যেথায় -সেথায় যান

দশটা মাথার বুদ্ধি ধরেন

হাত দিয়ে নাকি খান…?

পা-দিয়ে নাকি চলেন টলেন

মুন্ডু তে পরেন মোজা,

টাকার গাছের মালিক নাকি

গরীবের রক্ত-চোষা?

এমন মানুষ খুজেই পাননা

খোঁজার গুরু যারা

চিন্তা-মুক্ত মাথা বেঁচে

শিরদাড়া বাঁকিয়েছেন সোজা।

কথায় কথায় ওঠেন বসেন

কান ধরাতো রোজের

বাঘের মত চেহারায় নাকি

বেড়াল হয়ে খোঁজেন?

রাতের বেলায় ঘুমিয়ে পড়েন

চোখ বুঝে নাকি শেষে

দেশ বেঁচে দেন টাকায় শুনি

মিষ্টি হেসে হেসে….

চলুন তো ভাই একসাথেতে তাই

খোঁজ করি তার দেশ

গণতন্ত্র এমন কেন

না পেয়ে হই শেষ…।

Loading