মা ও মাটির সবুজ বাংলা

কলম – সুচিত চক্রবর্তী

যাদবপুর, কলকাতা

 

মা ও মাটির সবুজ বাংলা

মাটির টানে টানে,

স্নেহ ,মায়া ,ভালোবাসা

জড়িয়ে রাখে প্রাণে।

সোনায় মোড়া বাংলা আমার

আউশ, আমন ধানে।।

সবুজ, অবুঝ দুঃখ, সুখ

সবার যাওয়া আসা,

ফুলের হাসি, পাখির গানেও

মধুর বাংলা ভাষা।

ঐক্য, প্রীতি ,মায়ের স্নেহে

আমার মাতৃভাষা॥

মাটির গন্ধে মাটির সুরে

ভোরের বাঁশি বাজে,

চাতক, ফিঙে, চড়ুই, শালিক।

ব্যস্ত নিজের কাজে।

বারো মাসে তেরো পার্বণ

গ্রাম ও শহর সাজে।।

বস্ত্রশিল্প ,কারুশিল্প,

চর্মশিল্পের মেলা,

খাবারেরও আয়োজন

দুপুর , সন্ধেবেলা।

সারাটা দিন যায় যে কেটে

গান, কবিতার মেলা

বাংলা মাটি আজও খাঁটি

বিশ্বভুবন জানে,

স্বপ্ন- খাসা বাংলা ভাষা

শিশুর হাসি, গানে।

এত মধুর বাংলা ভাষা

 বিশ্ব খুঁজে আনে।

……………………………………………………………………………………………………

 

 

 

Loading