লাশ
কলমে: পাপিয়া বসু
গ্রাম ও পোষ্ট: দেউলপুর, পি.এস: পাঁচলা,
জেলা: হাওড়া, পিন-৭১১৪১১
চারপাশে সাকসেস স্টোরি সরিয়ে
দেখি , কিছু সম্পর্কের মুখ।
আত্মহত্যার বিষ, নীল চোখ,
বায়ুহীন ফুসফুস কি বলে? কে জানে!
মর্গের অচেতন টেবিল এমন নির্বিকারে কি জাহির করতে চায়।
জানি না, হয়তো কেউ জানে না!
ওই দূরে ভেসে আসে সত্য শঙ্খধ্বনি।
আকর্ণ হাসির মতো এখনো হা হুতাশ রয়েছে জারি!
কি দেখে আঁৎকে ওঠো হঠাৎ?
গোপন মেইল বক্সে কেমন নির্লজ্জর মতো জীবন ভাইরাস লুটপুটি খায়।
সমস্ত হায়গুলি আগামীর উৎস করে তুলবার জন্য
নিজের ভেতর জাগিয়ে তোলো
এক অশ্বারোহীকে।
একটা স্বপ্ন ছাড়া আর কি দিতে পারে বলো
বর্ষার পুকুরে ডুবে থাকা জীবন্ত লাশ।
………………………………………………………………………………………………….
-
-
-
-
__________________________________________________________
-
-
-
-
-
-
-
__________________________________________________________
-
-
_______
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-