কুমারী নদীর গন্ধ

কলমে: গৌরী সেন

48/8, গুণমনী সাঁফুই রোড(শিবতলা মাঠের কাছে), থানা :গরফা, কলকাতা

 

কবি পরিচিতি –  জন্ম বর্তমান বাংলাদেশের সাবেক কুমিল্লা।কলকাতায় আত্মীয়ের বাড়ি থেকে পড়াশুনা শুরু।কলকাতা বিশ্ববিদ্যলয়ের স্নাতক ,বিবাহ ও চাকরি জীবন মধ্য কলকাতার বাসিন্দার বর্তমান নিবাস যাদবপুর, কলকাতা।

পরিবারে স্বামী, উচ্চ শিক্ষিত শিক্ষিকা কন্যাদ্বয় ,জামাতা ও একটি নাতি বর্তমান। বরাবরের মেধাবী এই কবি ছোট থেকেই অবসরে বই পড়তে ভালোবাসেন।কলেজ জীবন থেকে লেখালেখির শুরু,তবে সেইসকল সৃষ্টি চলে গেছে কালের গর্ভে,লোকচক্ষুর অন্তরালে। ডিজিট্যাল মাধ্যমেই প্রথম সুযোগ ঘটে সংরক্ষিত করার।

লেখালেখির জগতে কবিতা,গল্প,উপন্যাস ,শ্রুতি নাটক।আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত কাব্য গ্রন্থ বিশেষ সাড়া ফেলেছে দুই বাংলায়।আর একটি গল্প,ও কাব্য গ্রন্থ প্রকাশের পথে।এছাড়া আবৃত্তি ও শ্রুতি নাটক করেন। পশুপ্রেমী কবি অবসরে বইপড়া,গান শোনা ও বাগান করতে ভালোবাসেন।অস্থায়ী শিক্ষিকার চাকরি করেন নামকরা কয়েকটি ইংরাজি মাধ্যম স্কুলে

……………………………..

কুমারী নদীর গন্ধ রয়েছে তার সারা শরীর জুড়ে

শাল পিয়ালের জঙ্গলে মহুয়ার ফুল তুলছে সে

নিকষ কালো মেদহীন চিকন অঙ্গে ভরা শ্রাবণ।

বসন্তের উচ্ছ্বাস রেখেছে আঁচলে বাঁধা গিটে।

সামনে সুউচ্চ পর্বত যুগলের মাঝে পিষ্ট হৃদয়ের ধুকপুকানি বয়ে আনে উত্তাল সাগরের ঢেউ।

নূপুরের নিক্কনে বনভূমি ভেদ করে নামে পাহাড়ি ঝর্ণা।

চুলে বাঁধা পলাশ খোঁজ দিয়েছে গভীরে থাকা আগ্নেয় গিরির।

চকিত নয়ন যুগলে হরিণীর চঞ্চলতা-

সবুজ গালিচা বিছানো বনপথে হারালো নিমেষেই

কুমারী নদীর গন্ধ রয়েছে তার সারা শরীর জুড়ে।

…………………………………………………………………………………………………..

 

 

 

 

 

 

 

 

  

Loading