জল তরঙ্গ

অদিতি অধিকারী

তেহট্ট,জেলা নদীয়া

 

হটাৎ দেখি জল তরঙ্গের

উচ্ছাস এসে পড়ে

তিস্তার উষ্ণ শরীরের উপর

দুটি আঁখির একই অনুভুতি

স্নিগ্ধ হৃদয়ে ভিজে একাকার

বালুকাময় জোছনা রাতে

প্রেমসিন্ধু ফিরিয়ে দেয়

আমাদের মধুরতম সম্পর্ক

জল তরঙ্গ তুমি যারে দাও

তোমার সমস্ত খুশি দিয়ে ভরিয়ে

কেন দিলে ব্যথা,কেন কেড়ে নিলে সুখ

বলো জল তরঙ্গ কি কারণে

কেন এত নিষ্ঠুর ,কেন তুমি পাষাণ

চাই না আমি সুখ,যতই দাও দুঃখ

তবুও তোমায় বড়ো ভালোবাসি।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading