নিজস্ব প্রতিনিধি – ভবানীপুরের যদুবাবুর বাজারে  দিলীপ ঘোষের প্রচার ঘিরে ধুন্ধুমার। অভিযোগ, সোমবার দক্ষিণ কলকাতায় প্রচারে বিজৈেপি নেতাকে নিগ্রহ করা হয়। দিলীপ ঘোষকে বাঁচাতে গিয়ে হামলা ও ধাক্কাধাক্কি শুরু হয়। ভাবনারায়ণ সিং নামে এক ব্যক্তি আহত হন। ওই বিজেপি কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় অভিযোগের তির উঠেছে শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ জানান, ব্যাপারটি কমিশনকে জানাবো। ঘটনাস্থলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Loading