নিজস্ব প্রতিনিধি – ২০৫০ সালে তৃতীয় বৃহৎ আমদানি নির্ভর দেশ হবে ভারত। বর্তমানে দেশটি বিশ্বের অষ্টম বৃহৎ আমদানি নির্ভর দেশ, বিশ্বের মোট আমদানির ২.৮ ভাগই আমদানি করে দেশটি। ধারণা করা হচ্ছে ২০৫০ সালে বিশ্ব বাজারের মোট আমদানির ৫.৯ ভাগই আমদানি করবে নরেন্দ্র মোদি সরকার। এর আগে ২০৩০ সালেই দেশটি বিশ্বেও চতুর্থ আমদানি কারকের বাজারে পরিণত হবে যেখানে বিশ্বের শতকরা ৩.৯ শতাংশ পন্য দেশটি আমদানি করবে।

 

ভারতের আমদানি বাড়ার পাশাপাশি অর্থ নীতিও বড় হবে। বর্তমানে দেশটি উৎপাদনেও বিশ্বের পঞ্চম বৃহৎ অর্থনৈতিক দেশ। ২০৩০ সাল নাগাদ জার্মানিকে ছাড়িয়ে চতুর্থ স্থানে উঠে আসবে ভারত।

 

বিশ্বেও অর্থনীতির নেতৃত্ব দেয়া সাতটি দেশ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, জার্মানি, ফ্রান্স, ইতালি এবং জাপানের জোট জি-৭ এর দাপট আগের তুলনায় অনেক কমে এসেছে। বৈশ্বিক উৎপাদন তালিকায় দেখা যায় ২০০০ সালে মোট বৈশ্বিক অর্থনীতির ৬৫ ভাগ তাদের হাতে থাকলেও ২০২০ সালে সেটা ৪৬ ভাগে নেমে এসেছে। অপর দিকে উদিয়মান সাত অর্থনৈতিক দেশ চীন, ভারত, রাশিয়া ব্রাজিল ইন্দোনেশিয়া, মেক্সিকো ও তুরস্কের ই-৭ এর দেশজ উৎপাদন বাড়ছে। ই-৭ এর দখলে ২০২০ সালে মোট অর্থনীতির ২৮ ভাগ চলে আসে যা ২০০০ সালে ছিল ১১ ভাগ।

Loading