সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ‘মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার সম্পর্কে কিছু ভুল বুঝেছেন কি না তা তিনি পরোয়া করেন না।’ একই সঙ্গে তিনি বাইডেনকে নিজের দেশের স্বার্থের ব্যাপারে চিন্তা-ভাবনা করার পরামর্শ দিয়েছেন।
আজ বৃহস্পতিবার মার্কিন দৈনিক দ্য আটলান্টিককে দেওয়া এক সাক্ষাৎকারে ওই কথা বলেন সৌদি যুবরাজ। এমবিএস নামে পরিচিত বিশ্বের শীর্ষ তেল রফতানিকারক মধ্যপ্রাচ্যের এই দেশটির ডি ফ্যাক্টো শাসক যুক্তরাষ্ট্রকে সৌদি রাজতন্ত্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন।
সৌদি যুবরাজ বলেন, আমেরিকাকে নিয়ে গলাবাজি করার অধিকার আমাদের নেই। একই বিষয় অন্যদের ক্ষেত্রেও।
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌদি যুবরাজের দহরম-মহরম সম্পর্ক থাকলেও প্রেসিডেন্ট জো বাইডেনের ক্ষেত্রে তা ভাটা পড়েছে।
দেশে ভিন্নমতাবলম্বীদের ওপর ব্যাপক মানবাধিকার লঙ্ঘন এবং ২০১৫ সালের শুরু থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধের ঘটনায় সৌদি আরবের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছেন জো বাইডেন।
সূত্র : রয়টার্স
সূত্র : আরব নিউজ, দ্য ইনডিপেনডেন্ট
288 total views, 2 views today