নিজস্ব প্রতিনিধি – কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড়ে পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের পূর্ব আম্বা গ্রাম হয়ে গেল তছনছ। নিম্নচাপের কারণে কিছুদিন বৃষ্টির তাণ্ডব তো চলছেই, আর এরই মাঝে মঙ্গলবার হঠাৎই ক্ষনিকের ঘূর্ণিঝড় আম্বা গ্রামটিকে তছনছ করে দিল।
ঘূর্ণিঝড়ে প্রায় ৭০-৭৫ টি বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ঝড়ে বেশ কিছু বাড়ির উপর গাছ পড়ে গিয়ে অ্যাসবেস্টার ও খড়ের চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়ির দেওয়ালও ভেঙে যায়। ঘূর্ণিঝড়ে বেশ কিছু মাটির বাড়ির খড়ের চালা উড়ে যায়। বিদ্যুতের তারও ছিঁড়ে পড়ে। ফলে পুরো এলাকাই বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। ঝড়ের পর রাস্তা সাফাইয়ে হাত লাগিয়েছেন স্থানীয়রাই।