বুদ্ধি ও মিলন

 

কবি  সমীরণ সরকার

ব্যারাকপুর, ৮৯৮১২৯১৬০৪

দৃষ্টি ভগবানের সৃষ্টি দৃষ্টি বিনিময় করি একে অপরের দিকে।

দৃষ্টির সাথে সাথে মস্তিষ্কে যায় চলে, প্রশ্ন করে মনকে।

বুঝে নিতে চায় খুঁজে বেড়ায় প্রশ্নগুলো জেগেছে মনে।

মানবের দৃষ্টিতে থাকে কত কি লুকিয়ে।

মস্তিষ্কে ঘুরে বেড়ায় ভালো-মন্দের কর্মকে।

দৃষ্টিতে নিয়ে যায় দূর দিগন্তে কত ছবি ভেসে ওঠে মনের অন্তরে।

বুদ্ধ  ভ্রষ্ট হয়ে পাপ কাজে লিপ্ত হয়ে দানবের রূপ ধারণ করে।

মনে থাকে না ভাই বন্ধু পিতা মাতা স্বামী স্ত্রী স্বার্থকে ধর্ম বলে মনে করে।

বিবেক বুদ্ধি জ্ঞান আছে সকলের অন্তরে।

ভালো মন্দের বিচার জাগে না কোন জগতে যাচ্ছে চলে।

ত্রিশক্তি মিলিত হয়ে, কোন এক সময় মন নিয়ে যায় ঈশ্বরের দিকে।

মন যায় তার মনের দেবতার দিকে।

দুচোখ দিয়ে দেখে, প্রণাম জানাই তাকে।

মন মস্তিষ্কের মিলনে সুন্দর পরিবেশ ঠাই দেয় মনে।

ভালোবাসায় ঈশ্বরকে ডাকে মন প্রাণ দিয়ে।

নয়ন দিয়ে জলের ধারা বইতে থাকে, আকুলি ব্যাকুলি করে তার কৃপা প্রার্থনায়।

সবকিছু ভুলে গিয়ে তার করুণা চায়।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading