বৃক্ষ তোমায়

কলমে: পাপিয়া বসু

গ্রাম ও পোষ্ট: দেউলপুর, পি.এস: পাঁচলা,

জেলা: হাওড়া, পিন-৭১১৪১১

যারে আমি আবেগ ভরে পেতে চাই

সে তো এখন নিরুত্তাপ,

জৌলুস হীন।

হৃদয়ের মাঝে শত শত যন্ত্রনার মাঝে করনি প্রকাশ।

শীতের বৈরাগ্যের মত তুমি

আপনারে করেছ বিলীন ।

তোমার কাছে কিছুই যে চাই নি পেতে

আরও চাই,আরও  চাই  করে।

প্রিয়   আমৃত্যু চাই।

সেই—-‘আমৃত্যু

তবে কোন কিছুই দাবি নেই আমার ।

জানি তবুও তোমার কোন দাবী নেই।

বুকের সন্তান কে দিচ্ছ আহুতি

প্রতিক্ষন।

সভ্যতার পঙ্কিল নগ্ন নৃত্যের মোহে

ক্রমশ নিশ্চিহ্ন।

এত এত পেয়েও

কুঠার হাতে সব জেনেও পরশুরাম

ক্ষমা করো মোরে।

স্বার্থপর মোরা।

মনে হয় আগামীর জন্য

কত টুকু রেখে যাব আগামীর নি:স্বাশ

নিষ্পাপ সবুজ বিশ্বাস।

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading