বসন্ত তো আসে

 

সুমিতা পয়ড়্যা

কল্যাণী, নদীয়া

কেটে গেছে অনেকগুলো বসন্ত

কই হৃদয়ের ক্ষত তো এখনো শুকনো হয়নি

আরো কত বসন্ত পেরোবে একলা একার গোপন ঘরে!

সব ভুলতে গিয়ে আনমনা মনে নিজেকেই নিজে পোড়াই

অগোচরে অঙ্গার করে তুলি বিনিদ্র রাতের ইশারায়।

অথচ এখনো অশোক,শিমুল,পলাশেরা দুরন্ত চঞ্চল

বসন্ত পথিকের পথ বিছায় ফুলে ফুলে

ভালোবাসার বৃন্তে বৃন্তে বসন্তের বাহার

কোকিলের কুহু তানে পাগল সেই বসন্ত

রাঙা দিগন্তে অফুরান হাসি নব অনুরাগে।

দক্ষিণা সমীরণ মাতাল; পাতা ঝরার গান

পলাশ, শিমুলের অলৌকিক স্পর্শে বসন্তের আগমন।

তবু কেন কথাদের মাঝে পুঞ্জিভূত হয় কালো মেঘ!

চোখের পাতা ঝাপসা আলোর রামধনু

কত স্বপ্ন হাঁপিয়ে পড়ে মুখ লুকায়

মন খারাপের নীল খামে সবুজ চিঠি উঁকি দেয়।

এও তো এক টান!

খুঁজে বেড়ানোর নিদারুন এক শিহরিত বসন্ত।

শতাব্দীকাল পার হয়;শুকনো পাতারা এখনো ঝরে পড়ে

বসন্ত আসে বারংবার, প্রতিবার

তবু কেন এত যন্ত্রণা একলা একা গোপন ঘরে!

………………………………………………………………………………………………….

  •  

  • __________________________________________________________

  •  

  •  

  •  

  • __________________________________________________________

  • _______

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •  

  •   

Loading