বিষস্রোত

কলমে -ড.নির্মল বর্মন, ডি.লিট

 

চেতনার ভিতরে প্রায় একই মুখ

বুকের পাঁজরে লাল পিঁপড়ের দল

ঘুণপোকার আক্রমণে ক্ষতবিক্ষত

দেহকোষ আর রক্তাক্ত হৃদপিন্ড।

ছোবল কি বিষস্রোত ধমনী?

যন্ত্রণার স্রোতে যেন সমুদ্রের গতি

চেতনার গভীরে স্বপ্ন-মুখ

সেই প্রিয় মুখ কল্পনা-বৃত্ত

মন-প্রাণ ঝাঁঝরা করে দেয় প্রিয় কন্ঠ

অথচ চলমান স্বপ্ন জানে না হৃদয়ের কথা কতটা গভীর।

স্বপ্নের রাজা এখনো বেঁচে আছে

প্রত্যেকেই জানে সেই অশরীরী আত্মা

আজও কাছে আসেনি সেই ভাগ্য

কিছুতেই ফেরানো যায় না কবির শান্ত বিবেক।

Loading