কবিতা – আমার রবি ঠাকুর

কলমে – সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

ভাঙছে বাতাস মেঘের বাড়ি

আজকে কি সেই মাস?

মনভুলে যায় কেমনে যেন

আকাশ ই দেয় আভাস….

তবুও কি পড়ে মনে

ঠিক ভাবে ঠিক কথা

চাওয়া পাওয়ার হিসেব শিখেছি

নয় মাথাতো ভোতা।

সুর দেখি যে মেঘের গানে

গর্জনেও খুব

বাদল ধারায় তারই ঝরনা

হয় নাতো ভুলচুক,

গানগুলো সব বাতাস ভরে

জানলা ঠেলে ঠেলে

ঘুমের চোখে রোদ পুঁতে দেয়

ভাবতে চোখ মেলে।

হঠাৎ দেখি ঈশান কোণে

ঘন মেঘের মায়া

কাঁচা পাকা ঝাকরা চুলের সেই কবিরই আসছে ধেয়ে ছায়া?

 

রোজই আসেন তিনিই নাকি

বলেন কানে কানে

দিনের শুরু তাকে নিয়েই

শেষও তারই গানে।

ধার করি সব সুরের জাদু

পাওয়ার আছিলায়

পাইনা সময় ভাবতে খানিক

মালিক সে যে হায়….

রবীন্দ্রনাথই  নজরুল ,সুকান্ত

নরম রোদের কথায়

বিশ্ব-ব্যাপী তারই ছবি

আমার মাতৃ ভাষায়….

 

Loading