আমার মে দিবস

কলমে  – সুশান্ত সাহা

ডাকবাংলা মোড়, বারাসাত

 

গরম বাতাস ফুঁসছে আকাশ

শ্রমিক কৃষক হাসছে খুব

ভাঙছে পাহাড় ভয়ের যত

অসীম সাহসে ভরছে বুক।

আইন গুলি সব ভ্রান্ত দলিল

খুলছে চিনে কারার খিল

ঐক্য বোধে শ্রমিক কৃষক

হাসছে দেখো বিশ্ব-নিখিল।

সুর বেঁধেছে এক-তারাতে

হাওয়ায় হাওয়ায় বিশ্বপার

যুদ্ধ জয়ের আশায় যারা

ভয়ের প্রশ্ন ওদেরই হাজার..,

মন মন্ত্র মানুষেরই

আর নেইতোওদের পাশে

শ্রমিক কৃষকের ঐক্য এখন

হাল ধরেছে লালের বেশে।

নিভু আঁচের কথা-মালায়

টগবগ সব ফুটছে আলো

ছুটবেই দেখো আগুন বেগে

বোম আনবিক যতই মারো।

মানুষের কথাই লিখবে ইতিহাস

আর রবে না ঠান্ডা ঘরে

নেতা-নেত্রী যে যাই বলো

হাঁটতে হবেই রাস্তা ধরে….

সহজ সরল ভাষাগুলো

ঝুলছে কেমন শিমূল পলাশে

ছুটছে বাতাস ঝড়ের বেগে

রোদ ছড়াতে কার্নিশে।

জানলা থেকে রোদ ঝাপটায়

মনের যত আবর্জনায়

হাঁটবো আমিও বলতে বলতে

যা শিখেছি পাঠশালায়….

Loading